TRENDING NOW

Tuesday , Feb 19, 2019

ছবিঃ প্রতীকি
বাঁকুড়া ও পুরুলিয়ায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত প্রচুর চোলাই মদ
December 6, 2018, 12:05pm
দক্ষিণবঙ্গ
বিশ্বদর্পণ ডেস্কঃ জেলায় জেলায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন । বাঁকুড়া ও পুরুলিয়ায় অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ বাজেয়াপ্ত অরা হয়েছে ।
বাঁকুড়ার ওন্দার রামসাগর এলাকায় আচমকা হানা দেয় পুলিশ বাহিনী । জানা গেছে, এলাকার একটি বাড়ির কাছে মাটির মধ্যে গর্ত করে চোলাই ভরতি প্লাস্টিকের ড্রামগুলি ঢুকিয়ে রাখা হয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ বাহিনী । ওই যায়গা এবং রামসাগরের বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ ড্রাম চোলাই উদ্ধার করে নষ্ট করে পুলিশ । পাশাপাশি উদ্ধার হয়েছে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ।
অন্যদিকে, পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত ঝালদা, নিতুড়িয়া, মানবাজার, পুরুলিয়া সদর-মফস্বল, রঘুনাথপুর, বলরামপুর, কেন্দা, কাশিপুর, বরাবাজার, সাঁওতালডি সহ বেশ কয়েকটি এলাকায় আবগারি বিভাগ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালায় । বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০০ লিটার চোলাই ও ১০০ লিটারেরও বেশি দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
বাঁকুড়ার ওন্দার রামসাগর এলাকায় আচমকা হানা দেয় পুলিশ বাহিনী । জানা গেছে, এলাকার একটি বাড়ির কাছে মাটির মধ্যে গর্ত করে চোলাই ভরতি প্লাস্টিকের ড্রামগুলি ঢুকিয়ে রাখা হয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ বাহিনী । ওই যায়গা এবং রামসাগরের বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ ড্রাম চোলাই উদ্ধার করে নষ্ট করে পুলিশ । পাশাপাশি উদ্ধার হয়েছে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ।
অন্যদিকে, পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত ঝালদা, নিতুড়িয়া, মানবাজার, পুরুলিয়া সদর-মফস্বল, রঘুনাথপুর, বলরামপুর, কেন্দা, কাশিপুর, বরাবাজার, সাঁওতালডি সহ বেশ কয়েকটি এলাকায় আবগারি বিভাগ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালায় । বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০০ লিটার চোলাই ও ১০০ লিটারেরও বেশি দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
Keywords : Purulia, Bankura, Police, Alcohol, Illegal Business
- বিজেপি-তৃনমূল-সংঘর্ষে-উত্তপ্ত-
- জেলাকে-শুদ্ধ-করতে-মিছিল-হবে-দু