TRENDING NOW

Tuesday , Feb 19, 2019

ছবিঃ ইন্টারনেট
পুজোর ভিড়েও থাকুন নজরকাড়া
August 24, 2018, 10:30pm
বিউটি টিপস
বিশ্বদর্পণ ডেস্কঃ পুজোর সাজ । একটু ডিফরেন্ট তো হবেই । সারা বছর ধরে প্ল্যানিং করা এই চারটে দিনের জন্য । সপ্তমী থেকে দশমী সকালের সাজ আলাদা আর রাতের সাজও আলাদা। সকালটা যদিও পাড়ার মণ্ডপেই কেটে যায় । কিন্তু রাতে ঠাকুর দেখতে বেরোনো মাস্ট । কিন্তু এই পচানি গরমে সুন্দর করে মেক আপ করে বেরিয়ে শেষ পর্যন্ত থাকবে তো । ভিড় আর ঘাম সামলে কেমন করে থাকবেন ঝকঝকে।পুজোর কটা দিন মেনে চলুন এই টিপস ।


- আপনার মেক আপ ও ঠিক থাকবে আর আপনিও থাকবেন একদম পারফেক্ট ।ঠাকুর দেখতে বেরনোর আগে সুতির পাতলা কাপড়ে জড়িয়ে নিন বরফের টুকরো। সেই কাপড়ের টুকরো মেক আপ এর আগে মুখে ভালো করে ঘষে নিন । কিছুক্ষণ ঘষার পর মুখ ধুয়ে তারপর মেক আপ করুন । দেখবেন মেক আপ ঠিক থাকবে । আর ঘাম ও হবে না । ফলে মেক আপ ঘামে গলে যাওয়ার প্রশ্নই নেই । ফ্রেশ থাকবেন ।

- স্নান করার সময়ে জলে কয়েকটা নিমপাতা ফেলে দিন। অথবা কয়েক ফোঁটা ওডিকোলন বা গোলাপ জল। দেখবেন স্নানের পরে তরতাজা হয়ে উঠেছেন।

- প্রচুর পরিমাণে জল খান । জল আপনার শরীরকে তরতাজা রাখবে । জলের বদলে ডাবের জল বা ফলের রসও খেতে পারেন ।
- মেক আপের আগে বা রাতে শুতে যাওয়ার সময় মেক আপ তুলে অ্যালোভেরা জেল লাগান । ফ্রেশ থাকবে ত্বক । আর ঠাকুর দেখতে বেরিয়ে মহিলারা অবশ্যই ব্যাগে রাখুন ওয়েট টিস্যু । ক্লান্ত লাগ্লেই আলতো করে মুখের ঘাম স্পঞ্জ করে মুছুন ।
- সারা রাত ঠাকুর দেখার পর চোখ তো ক্লান্ত হবেই । আবার পরদিন সকালেও উঠতে হবে । তাই চায়ের লিকার ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলোয় ভিজিয়ে চোখ বন্ধ করে আস্তে আস্তে বুলিয়ে নিন। তার পর ২০ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এ বার জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। গোলাপ জল দিয়েও চোখ ধুতে পারেন।প্রতিদিন রাতে এটি করলে চোখ সতেজ থাকবে।
- দুপুরে ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই ব্যাবহার করুন স্কার্ফ বা ওড়না । সরাসরি সূর্যের তাপ লাগাবেন না ।
- চেষ্টা করুন সুতির জামাকাপড় পরতে। বিশেষ করে দিনের বেলায় সাদা বা হাল্কা রঙের জামা পরলেই ভাল। এতে ঘাম কম হয় ।
Keywords : Puja Make - Up , Home Beauty Improvement , Biswadarpan Beauty Tips ,
- রূপের-পরিচর্যায়-ভিটামিন-ই-–-ক্
- ছেলেদের-মুখের-ত্বকে-ব্রন-দূর-ক